ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাওয়ায় পদ্মা সেতুর ১১তম স্প্যান বসছে আজ

প্রকাশিত: ১১:৩৮, ২৩ এপ্রিল ২০১৯

মাওয়ায় পদ্মা সেতুর ১১তম স্প্যান বসছে আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাজিরায় ১১তম স্প্যান বসছে আজ মঙ্গলবার। সেতুর জাজিরা প্রান্তের ৩৩ ও ৩৪ নম্বর খুঁটির ওপর ‘৬সি’ নম্বর স্প্যানটি বসানো হবে। সে অনুয়ায়ী লিফটিং ফ্রেম ৩৫ নম্বর থেকে খুলে এনে ৩৪ নম্বর খুঁটিতে স্থাপন করা হয়েছে। এছাড়া ‘৬সি’ নম্বর স্প্যান স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর দায়িত্বশীল এক প্রকৌশলী জানান, সোমবার ভাসমান ক্রেনবাহী জাহাজটি কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে রওনা হয়েছে। সকাল ৮টার দিকে এটি রওনা হয়ে সাড়ে ১০টার দিকে ৩৩ ও ৩৪নং খুঁটির সামনে চলে আসে। স্প্যানবাহী জাহাজটি যথাযথস্থানে নোঙ্গর করা হয়েছে। এর পর মঙ্গলবার সকালে স্প্যানটি খুঁটিতে বসানো হবে। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর দৃশ্যমান হবে ১৬৫০ মিটার। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি কাল বসানো হবে। চলতি মাসেই ১২ নম্বর স্প্যানটিও বসানোর কথা জানিয়েছেন ওই প্রকৌশলী। তবে এটি বসানো হবে অস্থায়ীভাবে। এটি স্থায়ীভাবে বসবে ৩২ ও ৩৩ নম্বর খুঁটির ওপর। কিন্তু ৩২ নম্বর খুঁটিটি পুরোপুরি সম্পন্ন না হবার কারণে এটি ৩২ ও ৩৩ নম্বর খুঁটির কাছাকাছি কোন খুঁটিতে অস্থায়ীভাবে বসানো হবে। কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে জায়গা সংকুলান না হবার কারণে ১২ নম্বর স্প্যানটি অস্থায়ীভাবে খুঁটির ওপর রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রকৌশলী। এদিকে মূল সেতুর ২৯৪ পাইলের মধ্যে ২৫৫ পাইল সম্পন্ন হয়েছে। বাকি ৩৯ পাইল খুব অল্প সময়ের মধ্যে স্থাপন করা হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। জুনের মধ্যে আরও ৮টি পাইল স্থাপন করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকৌশলী। সূত্র আরও জানায়, মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে ২১টি ¯প্যান আছে। এর মধ্যে ১০টি ¯প্যান বসানো হয়েছে। এখন ১০টি ¯প্যান আছে ইয়ার্ডে। এছাড়া ‘৬সি’ নম্বর স্প্যানটি ৩৩ ও ৩৪ নম্বর খুঁটির ওপর বসানোর জন্য নেয়া হয়েছে।
×