ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পায়ুপথের রোগ-সফল লেজার সার্জারি সম্পন্ন বিএসএমএমইউতে

প্রকাশিত: ১১:৩৮, ২৩ এপ্রিল ২০১৯

পায়ুপথের রোগ-সফল লেজার সার্জারি সম্পন্ন বিএসএমএমইউতে

প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএস এমএমইউ) পায়ুপথে (কলোরেক্টাল) বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের কোনরকম কাটাছেঁড়া ছাড়াই রক্তপাতবিহীনভাবে সফল লেজার সার্জারি সম্পন্ন করেছেন (বিএসএমএমইউ) কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। ২০ এপ্রিল শনিবার তিন রোগীর লেজার সার্জারি সম্পন্ন হয়। এরমধ্যে পাইলস, ফিস্টুলা ও ফিশার রোগে আক্রান্ত রোগীদের আধুনিক লেজার প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে এই অস্ত্রোপচার করেন বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবু তাহের। এ সময় কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ শাহাদত হোসেন ও অধ্যাপক ডাঃ মোঃ সাহাদত হোসেন সেখ উপস্থিত ছিলেন। এই অস্ত্রোপচার কার্যক্রমে ডাঃ আহসান, ডাঃ অরুন, ডাঃ ইশতিয়াক, ডাঃ শ্যামল, ডাঃ রাকেশ, ডাঃ মোঃ ওয়াজিবুল্লা, ডাঃ আলী রেজা, ডাঃ সাবরিন প্রমুখ সার্জনগণ অংশগ্রহণ করেন। লেজার প্রযুক্তি ব্যবহার করে কোনরকম কাটা ছাড়াই রক্তপাতবিহীন পায়ুপথের রোগসমূহে আক্রান্ত রোগীদের সফলভাবে সার্জারি সম্পন্ন করায় কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া।-বিজ্ঞপ্তি
×