ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে তিন টন তামাকসহ ট্রাক জব্দ

প্রকাশিত: ১১:৫০, ২৩ এপ্রিল ২০১৯

টাঙ্গাইলে তিন টন তামাকসহ ট্রাক জব্দ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ এপ্রিল ॥ অবৈধ সিগারেট তৈরিতে ব্যবহার যোগ্য তিন টন তামাকসহ ট্রাক জব্দ করেছে পশ্চিমের ভ্যাট দল। ট্রাকসহ জব্দ করা তামাকের মূল্য প্রায় এক কোটি টাকা। রবিবার সকালে সেখানে অভিযান চালিয়ে তিনটন তামাক জব্দ করা হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাটের দল ্রট্রাকের ওপর নজরদারি করে। ট্রাকটি যমুনা বঙ্গবন্ধু সেতু অতিক্রম করলে সেতুর পূর্ব পাশের স্থানীয় পুলিশের সহায়তায় ট্রাকটির গতিরোধ করে। কাগজপত্র যাচাই করে সকালে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকের নম্বর কুষ্টিয়া-ট-১১-০৯৪১। ট্রাকটি টাঙ্গাইল ভ্যাট বিভাগীয় দপ্তরে জমা করা হয়েছে। ভ্যাট ফাঁকি ও অবৈধ পণ্য ব্যবহারের প্রচেষ্টার কারণে মামলা হয়েছে। প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত শেষে আরও আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভ্যাট কমিশনার মইনুল খান বলেন, ওই তিন টন তামাক অবৈধ সিগারেট তৈরিতে ব্যবহার করার জন্য টাঙ্গাইলে আনা হয়েছে। ট্রাক চালক জানান, ট্রাকটিতে তামাকের ডাস্ট বা উচ্ছিষ্ট আছে। কিন্তু প্রকৃত পক্ষে এতে পাওয়া গেছে প্রক্রিয়াজাত তামাক। এই তামাক কেবল সিগারেট বানানোর কাজে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহারযোগ্য। ওই তামাক সিগারেট ফ্যাক্টরিতে ‘রেডি টু ইউজ’ হিসেবে ব্যবহারের জন্যই আনা হয়েছে। ট্রাক চালান অনুযায়ী পণ্যচালানটি নেত্রকোনায় রহমান ট্রেডাসের নামে আনা হয়েছে। কিন্তু নেত্রকোনায় ওই ট্রাক চালান যাচাই করে প্রাপকের অস্তিত্ব পাওয়া যায়নি। ট্রাকটি কুষ্টিয়া জেলার ভেড়ামারার সালমান টোবাকো থেকে আনা হয়েছে বলে ট্রাকের চালক জানান। কিন্তু ট্রাকের সাথে যথাযথ ভ্যাট চালান বহন করা হয়নি। ফলে ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে এবং অবৈধ ব্যবসার কাজে ব্যবহারের জন্য অসত্য চালানের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে পণ্য বের করা হয়। একইসাথে অবৈধভাবে গড়ে ওঠা কোন সিগারেট ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য ওই তামাক আনা হয়েছে ধারনা করা হচ্ছে। গত ১১ এপ্রিল ভ্যাট দলের সহযোগিতায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কামার্থী গ্রামে অটোরাইস মিলের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিগারেট ফ্যাক্টরির সন্ধান পায়।
×