ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তান বিশ্বকাপ দলে হামিদ হাসান

প্রকাশিত: ১২:০৫, ২৩ এপ্রিল ২০১৯

আফগানিস্তান বিশ্বকাপ দলে হামিদ হাসান

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ সামনে রেখে আফগানিস্তান আলোচনায় এসেছিল কয়েকদিন আগেই। যখন অভিজ্ঞ আসগর আফগান ওরফে আসগর স্টানিকজাইয়ের পরিবর্তে গুলবাদিন নাইবকে অধিনায়ক নির্বাচিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ক্রমশ এশিয়ান ক্রিকেটের জায়ান্ট কিলার হয়ে ওঠা আফগানরা এবার চূড়ান্ত দল ঘোষণা করল। গুলবাদিনের নেতৃত্বাধীন স্কোয়াডে রশীদ খান, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমানসহ পরিচিতদের প্রায় সবাই আছেন। চমক বলতে ৩ বছর পর হামিদ হাসানের ডাক পাওয়া। ৩১ বছর বয়সী পেসার ২০১৬ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। বছরের শুরুতে জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি। উল্লেখ্য, আগামী ১ জুন ব্রিস্টলে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানরা। বিশ্বকাপের দুই মাস বাকি থাকতে আসগর আফগানকে সরিয়ে নাইবকে অধিনায়ক করায় বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন রশীদ খান ও মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটার। আসগর অবশ্য বিশ্বকাপের চূড়ান্ত দলে আছেন। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে অনুশীলন ক্যাম্পের জন্য ডাক পেয়েছিলেন যে ২৩ জন, তাদের মধ্যে থেকে ১৫ জনকে বেছে নিয়েছেন আফগানিস্তানের নির্বাচকরা। ইকরাম আলী খিল, করিম জানাত ও সৈয়দ শিরজাদ চূড়ান্ত দলে জায়গা পাননি। তবে তিনজনকেই স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। বিশ্বকাপ দল ॥ গুলবদীন নাইব (অধিনায়ক), রশীদ খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ, নুর আলী জাদরান, হজরত উল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমাতুল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, দওলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব-উর রহমান।
×