ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক সভা

প্রকাশিত: ০১:০৫, ২৩ এপ্রিল ২০১৯

মাদারীপুরে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক সভা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন উপ-পুলিশ পরিদর্শক মো. গোলাম রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা। জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উপ-পুলিশ পরিদর্শক মো. গোলাম রহমান ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী এর নির্দেশনায় ও মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এর তত্ত্বাবধানে ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। রাস্তায় ড্রাইভার গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলে, দ্রুতগতিতে গাড়ী না চালায়, ছাত্র-ছাত্রীরা যখন রাস্তায় চলাচল করবে তখন তারা ডানদিক দিয়ে চলাচল করবে। দলবদ্ধভাবে রাস্তা পারাপার হবে না। ছাত্র-ছাত্রীরা যখন অটোরিক্সা বা রিক্সায় চলাচল করবে তখন যদি ড্রাইভার দ্রুতগতিতে গাড়ী চালায় তাহলে তারা নেমে যাবে।’
×