ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারের কাছে প্রত্যাশা পূরণ হওয়ায় ভোট কম পড়ছে ॥ ইসি সচিব

প্রকাশিত: ০৩:৫০, ২৩ এপ্রিল ২০১৯

সরকারের কাছে প্রত্যাশা পূরণ হওয়ায় ভোট কম পড়ছে ॥ ইসি সচিব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হেলালুদ্দীন আহমদ বলেছেন, পৃথিবীজুড়ে মানুষের ভোট দেওয়ার প্রবনতা ক্রমেই কমে আসছে। এর অন্যতম কারণ হলো- কোনো সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা থাকে, সেটি যদি পূরণ হয়, তখন স্বাভাবিকভাবে মানুষের ভোট দেওয়ার আগ্রহ কমে যায়। প্রত্যাশা বেশী থাকলে সরকার পরিবর্তনে মানুষের ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ বাড়ে। এ প্রসঙ্গে উদাহরণ টেনে হেলালুদ্দীন আহমদ বলেন, বেলজিয়ামে ২৫ ভাগ মানুষ ভোট দেয়। আমেরিকার স্থানীয় ভোটে ৩৬ ভাগ ভোট পড়ে। ফ্রান্সে সংবিধানের বাধ্যবাধ্যকতার কারণে শতকরা ৫০ ভাগের কম ভোট হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচন দুই দফায় হয়। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী সরকারি কলেজে ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসি সচিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন না হলে গণতন্ত্র মজবুত রাখা যাবে না, অব্যাহত রাখা যাবে না। আর সুষ্ঠু নির্বাচন জন্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন জরুরি। ইসি সচিব বলেন, আমাদের কাজ হচ্ছে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা। আপনারাও ভোটার হোন। ভোটার হলেই যে ভোট দিতে হবে, এমন নয়। পছন্দ না হলে ভোট দিবেন না। কিন্তু ভোটার আইডি কার্ড আপনার সব কাজে লাগবে।এটাই জাতীয় পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. নূর উর রহমান, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের প্রমুখ। রাজশাহী আঞ্চালিক নির্বাচন অফিস সূত্র জানায়, প্রথম ধাপে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এরপর জেলার আটটি উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। রাজশাহীতে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতায় সুপারভাইজার হিসেবে কাজ করছেন ১৯৩ জন।
×