ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজকেও সেঞ্চুরি পেলেন সৌম্য সরকার

প্রকাশিত: ০৪:২৯, ২৩ এপ্রিল ২০১৯

আজকেও সেঞ্চুরি পেলেন সৌম্য সরকার

অনলাইন ডেস্ক ॥ গত ম্যাচে সেঞ্চুরি করার পর আজ আবারও সেঞ্চুরি পেয়েছেনর সৌম্য সরকার। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান আবাহনী লিমিটেডের এই ওপেনার। আজ মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে জিতলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণ নিয়ে নামে আবাহনী। তবে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা শেখ জামাল তানবীর হায়দারের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩১৭ রান করেন। তানবীর ১১৫ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৩২ করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন সৌম্য ও জহুরুল ইসলাম। ৭৮ বলে ১০০ করে এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন সৌম্য। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে সমান ৮টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান এই হার্ডহিটার। অপর ব্যাটসম্যান জহুরুল ৭১ বলে ৬১ রানে উইকেটে আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে বিনা উইকেটে ১৬৪ রান করেছে। এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৯ বলে ১০৬ রান করেছিলেন সৌম্য।
×