ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াটসনকে বাদ দেওয়ার দাবি সোশ্যাল মিডিয়ায়

প্রকাশিত: ০৫:০০, ২৩ এপ্রিল ২০১৯

ওয়াটসনকে বাদ দেওয়ার দাবি সোশ্যাল মিডিয়ায়

অনলাইন ডেস্ক ॥ চেন্নাই সুপার কিংসের সুখের প্রাসাদে এখন চিন্তা শুধু শেন ওয়াটসনকে নিয়ে। এ বারের আইপিএলে অজি ক্রিকেটারকে লক্ষ্যণীয় ভাবে ফিকে দেখাচ্ছে। শুরু করতে পারছেন না। শুরু করলেও বড় স্কোর করতে পারছেন না। ১০টি ইনিংস থেকে ওয়াটসনের সংগ্রহ মাত্র ১৪৭ রান। গড় ১৪.৭০। স্ট্রাইক রেট ১১২ .২১। ওপেন করতে নেমে ওয়াটসন ডট বল বেশি খেলে ফেলছেন। টপ অর্ডার নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারায় পরের দিকে চাপে পড়ে যাচ্ছেন অম্বতি রায়ুডু ও মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং স্বীকার করে নিয়েছেন তা। মাইকেল হাসি অবশ্য ওয়াটসনের পাশে দাঁড়িয়ে বলছেন, নেটে ব্যাটে বলে ঠিকঠাকই কান্টেক্ট করছেন ওয়াটসন। এখনও পর্যন্ত শুধুমাত্র ব্যাটসম্যান ওয়াটসনকেই চাইছেন ধোনি। বল হাতে এই অজি তারকাকে একবারও ব্যবহার করেনি চেন্নাই। ফলে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে দাবি উঠছে ৩৮ বছরের ডানহাতি এই অলরাউন্ডারকে বাদ দেওয়ার। অবসরের দাবিও উঠতে শুরু করেছে। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। আইপিএলে খেলতে আসার আগে ওয়াটসন দারুণ ব্যাটিং করেছেন। বিগ ব্যাশে সবচেয়ে বেশি বয়সে হিসাবে শতরান করার নজির গড়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগে ১২টি ইনিংস থেকে ৪৩০ রান করেছেন ওয়াটসন। আইপিএলে এসে ওয়াটসন কেমন যেন গুটিয়ে গিয়েছেন। ওয়াটসনের পারফরম্যান্স এখন চিন্তার কারণ সিএসকে-র। ক্যাপ্টেন ধোনি আবার দল পরিবর্তন করতে চান না। একই দল ধরে রাখতে চান ধুরন্ধর অধিনায়ক। ওয়াটসনকে টানা সুযোগ দেওয়ায় ডাগ আউটে বসে থাকতে হচ্ছে স্যাম বিলিংস ও মুরলী বিজয়কে। চেন্নাই সুপার কিংস কি দলে পরিবর্তন আনবে? আজ, মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। ওয়াটসনের বদলে কি স্যাম বিলিংস অথবা মুরলী বিজয়ের মধ্যে কাউকে ব্যবহার করবেন ধোনি? জবাব মিলবে ম্যাচ শুরু হলে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×