ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও বিআরটিএ’তে দুদকের অভিযান ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:০৭, ২৩ এপ্রিল ২০১৯

ঠাকুরগাঁও বিআরটিএ’তে দুদকের অভিযান ॥ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও বিআরটিএ’ কার্যালয় দুর্নীতির আখড়া এখানে নগদ টাকা ছাড়া কাজ হয় না । এমন অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে দুদক-ঠাকুরগাঁও বিআরটিএ কার্যালয়ে এক অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শামসুর রহমান রুবেল (২৫) নামে এক দালালকে হাতেনাতে আটক করে দুদক। তাঁর বাড়ি শহরের আশ্রমপাড়ায়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ১৮৭৯ সালের টাউট আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাৎক্ষনিক ভাবে তাকে কারাগারে পাঠানো হয়। দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল ঠাকুরগাঁও বিআরটিএ’ কার্যালয়ে অভিযান চালায়। এসময় দুদকের সহকারী পরিচালক ওবায়দুর রহমান, উপ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও কর্মকর্তা শাহজাহান আলী অভিযানে অংশ নেন। এসময় দুদক বেশ কয়েকটি যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য আবেদন ফাইলের নমুনা সংগ্রহ করেন ও আবেদনকারীদের সাথে যোগাযোগ করে দুর্নীতির প্রমাণ পান।
×