ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ কৃষিঋণ বিতরণ

প্রকাশিত: ১১:৪৮, ২৪ এপ্রিল ২০১৯

লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ কৃষিঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ১৬ হাজার ২৬৪ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা এই অর্থবছরের পুরো সময়ের কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৭৪ দশমিক ৬১ শতাংশ। বিগত বছরগুলোতে কৃষিঋণের প্রবৃদ্ধির ভিত্তিতে চলতি অর্থবছর কৃষি ও পল্লী খাতে ২১ হাজার ৮০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগের অর্থবছর এই লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা। গত অর্থবছরের প্রথম ৯ মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছিল ১৬ হাজার ২১৪ কোটি ১৭ লাখ টাকা। যা ওই অর্থবছরের পুরো সময়ে কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৭৯ দশমিক ৪৮ শতাংশ। সেই হিসেবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, সর্বশেষ মার্চ মাসে দুই হাজার ১৫০ কোটি ৪৩ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। ফেব্রুয়ারি মাসে বিতরণ হয়েছিল দুই হাজার ১২ কোটি ৫২ লাখ টাকা। গতবছরের মার্চে কৃষিঋণ বিতরণ ছিল এক হাজার ৬৯৩ কোটি ৭৫ লাখ টাকা এবং গতবছরের ফেব্রুয়ারিতে বিতরণ ছিল এক হাজার ৮১৮ কোটি ২৫ লাখ টাকা।
×