ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেড পাওয়ারের শেয়ার বিক্রি আটকে গেল

প্রকাশিত: ১১:৪৮, ২৪ এপ্রিল ২০১৯

ইউনাইটেড পাওয়ারের শেয়ার বিক্রি আটকে গেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ জেম গ্লোবাল নামের বিদেশী সংস্থার কাছে ইউনাইটেড পাওয়ারের উদ্যোক্তাদের শেয়ার বিক্রির চেষ্টা ভেস্তে গেছে। কোম্পানিটির এ সংক্রান্ত একটি প্রস্তাব বাতিল করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে প্রস্তাবটি বাতিল করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের ধারণকৃত শেয়ার আলোচিত বিদেশী কোম্পানির কাছে বিক্রির জন্য গত ৩১ মার্চ একটি চুক্তি করে। চুক্তির পর বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অবহিত করে। পরবর্তীতে কোম্পানির শেয়ার লেনদেন সংক্রান্ত কিছু কাগজপত্র ও তথ্য চায় কমিশন। একই সঙ্গে কমিশন চুক্তির বিষয়টি ও তথ্য পর্যালোচনা করে বেশ কিছু অসঙ্গতি পায়। যা সিকিউরিটিজ আইনের পরিপন্থী। জানা গেছে, একটি বিদেশী কোম্পানির কাছে ইউপিজিডি’র শেয়ার বিক্রির উদ্দেশে গত ৩১ মার্চ একটি শেয়ার পারচেজ এগ্রিমেন্ট (এসপিএ) সম্পাদন করা হয়। এরপর ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড তাদের ৭ এপ্রিল আবেদনপত্রের মাধ্যমে উক্ত বিষয়টি কমিশনকে অবহিত করে।
×