ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জার্মানিতে ওয়ালটন টিভি রফতানি শুরু

প্রকাশিত: ১১:৪৮, ২৪ এপ্রিল ২০১৯

জার্মানিতে ওয়ালটন টিভি রফতানি শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপের দেশ জার্মানিতে শুরু হলো ওয়ালটন টেলিভিশন রফতানি। এর ফলে দেশের টেলিভিশন উৎপাদন শিল্পে উন্মেচিত হলো নতুন এক দিগন্ত। এর মাধ্যমে ইউরোপে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণ কার্যক্রম আরও সহজ হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। উন্নত দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হবে। জানা গেছে, ওয়ালটন কারখানার প্রায় সব মেশিনারিজ জার্মানির তৈরি। যে কারণে ওয়ালটন পণ্য বিশ্বের শীর্ষ মানের। আর তাই ওয়ালটন পণ্যের প্রতি জার্মান ক্রেতারা বেশি আগ্রহী। ইতোমধ্যেই জার্মানিতে কম্প্রেসরের কাস্টিং পার্টস রফতানি করে আসছে ওয়ালটন। জার্মানিতে টেলিভিশন রফতানি উপলক্ষে সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন টিভি ম্যানুফ্যাকচারিং ইউনিটে ‘ইনএগোরেশন সিরিমনি অব টেলিভিশন এক্সপোর্ট টু ফেডারেল রিপাবলিক অব জার্মানি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান ডেপুটি হেড অব মিশন মাইকেল শুল্থহাইস। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং পরিচালক রাইসা সিগমা হিমা এবং মাইকেল শুল্থহাইস এর স্ত্রী শার্লোট ক্লেমেনসেন।
×