ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘ইন্দোনেশিয়া ফেয়ার’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

প্রকাশিত: ১১:৪৯, ২৪ এপ্রিল ২০১৯

‘ইন্দোনেশিয়া ফেয়ার’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে চায় ইন্দোনেশিয়া। বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্দোনেশিয়া ফেয়ার ২০১৯’। ইন্দোনেশিয়ার ৪০টির বেশি কোম্পানি তাদের পণ্যসেবা নিয়ে প্রদর্শনীতে অংশ নেবে। ইন্দোনেশিয়া-বাংলাদেশ বিজনেস এ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম আয়োজিত এ প্রদর্শনী চলবে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়া ফেয়ারের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো। তিন আইনের খসড়া অনুমোদন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে পণ্যের বহুমুখী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই লক্ষ্যে নতুন তিনটি আইনের খসড়া প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি সূত্র মতে, আইন তিনটি হলো ইনভেস্টমেন্ট সুকুক রুলস, এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস রুলস এবং শর্টসেল ২০১৯ এর খসড়া বিধিমালা অনুমোদন হয়েছে।
×