ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব কপিরাইট দিবসে সেমিনার

প্রকাশিত: ১১:৫২, ২৪ এপ্রিল ২০১৯

বিশ্ব কপিরাইট দিবসে সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার ছিল বিশ্ব আন্তর্জাতিক কপিরাইট দিবস। এ উপলক্ষে এদিন সকালে বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে ‘সমকালীন বিশ্বে কপিরাইট আইন : সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিকাশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থাগার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। মূল প্রবন্ধ পাঠ করেন লাইসেন্স কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওলোরা আফরিন। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশন্স এডিটিং বিভাগের খ-কালীন শিক্ষক খান মাহাবুব এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভিন, দিলরুবা খান, বাদশা বুলবুল প্রমুখ।
×