ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নকল ওষুধ বিক্রি ॥ ৩ জনের জেল

প্রকাশিত: ১১:৫২, ২৪ এপ্রিল ২০১৯

নকল ওষুধ বিক্রি ॥ ৩ জনের জেল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নাখালপাড়ায় ক্যান্সারের নকল ওষুধ বিক্রির দায়ে ৩ জনকে কারাদ- ও জরিমানা করা হয়েছে। র‌্যাব-৩ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম এ আদেশ প্রদান করেন। দ-িতরা হলেন- দেলোয়ার হোসেন, আনিছুর রহমান ও জুলফিকার হায়দার। র‌্যাব জানিয়েছে, সোমবার রাতে তেজগাঁও থানাধীন ৫০৬/৪ পশ্চিম নাখাল পাড়ার একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহƒত ওষুধ ‘ওসিসেন্ট-৮০’-এর মোড়কে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করে। আভিযানিক দল নকল ওষুধ সংরক্ষণ, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে তাদের প্রত্যেককে এক বছরের কারাদ- ও ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন।
×