ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরচুন বাংলা চ্যানেল বিজয়ীদের সংবর্ধনা

প্রকাশিত: ১১:৫৩, ২৪ এপ্রিল ২০১৯

ফরচুন বাংলা চ্যানেল বিজয়ীদের সংবর্ধনা

‘ফরচুন বাংলা চ্যানেল’, বঙ্গোপসাগরের টেকনাফ শাহপরীর দ্বীপ ফেরিঘাট থেকে সেন্ট মার্র্টিন’স দ্বীপ ফেরিঘাট পর্যন্ত ১৬.১ কিলোমিটার দীর্ঘ একটি সমুদ্রপথের নাম। ষড়জ এ্যাডভেঞ্চার এবং এক্সট্রিম বাংলার আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয় বাংলা চ্যানেল সাঁতারের ১৪তম আসর। এই দুঃসাহসিক আয়োজনে সাঁতরিয়ে পার হওয়ার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৪ নারী-পুরুষ সাঁতারু অংশ নেন। যার ভেতর ৩১ জনই এই পানিপথ পাড়ি দিতে সক্ষম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাবিবুল্লাহ কনফারেন্স হলে গত সোমবার বাংলা চ্যানেল বিজয়ী এই ৩১ জন সাঁতারুকে সংবর্ধনার মাধ্যমে পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাঁতারুদেরকে আরও উৎসাহিত করতে উপস্থিত ছিলেন একুশে পদকবিজয়ী বাংলাদেশের বিখ্যাত ওপেন ওয়াটার সুইমার ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্য, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড-এর জেনারেল ম্যানেজার ইনাম আহমেদ, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, অফরোড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ফেরদৌস আল মোত্তাকিন, ষড়জ এ্যাডভেঞ্চার-এর প্রধান নির্বাহী ১৪ বার বাংলা চ্যানেল বিজয়ী সাঁতারু লিপটন সরকার। পানিতে ডুবে মরা থেকে রক্ষা পেতে মানুষের সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করতে সাঁতারুরা এই বাংলা চ্যানেল পাড়ি দেন। এইবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড-এর ব্র্যান্ড ফরচুন।-বিজ্ঞপ্তি
×