ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১ নেতাকর্মী আহত

গফরগাঁওয়ে ৩০ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীর নামে মামলা

প্রকাশিত: ১১:৫৩, ২৪ এপ্রিল ২০১৯

গফরগাঁওয়ে ৩০ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৩ এপ্রিল ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজমুন আহম্মেদসহ ১১ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে গুলি করে, কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিল (২৬) উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু কাউসারসহ (৩৯) ছাত্রলীগ ও যুবলীগের ৩০ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সোমবার রাতে যুবলীগ নেতা তাজমুন আহম্মেদের ভাই নাজমুল হাসান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। জানা যায় বেআইনী জনতাবদ্ধ হয়ে অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকা-, অগ্নিসংযোগ, ভাংচুর আওয়ামী লীগের নৌকা পোড়ানো এবং হত্যার উদ্দেশে গুলি করে, কুপিয়ে ও পিটিয়ে আহত করার অপরাধে দ-বিধি ও ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সানিল, কাউসার ছাড়াও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিব আহম্মেদ সিয়াম (২০), শাখাওয়াত হোসেন সাদ্দাম (৩০) সালটিয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ রাজু (২০) লাল চাঁন (২৫), এমদাদুল হক মিলন (২৫) আরাফাত (২৪)মাজাহার মেম্বারসহ এ মামলায় আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট নেই ॥ উপাচার্য স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সময়ের কঠিন চ্যালেঞ্জ ছিল সেশনজটমুক্ত করা। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। এখন আর সেশনজট নেই। আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যেসব কলেজ আছে সেগুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছি। মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
×