ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে ইকো ফেস্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৭, ২৪ এপ্রিল ২০১৯

এআইইউবিতে ইকো ফেস্ট অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর নিজস্ব ক্যাম্পাসে গত ১৮ এপ্রিল অর্থনীতি বিভাগের উদ্যোগে ইকো ফেস্ট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ বছরে অনুষ্ঠানটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থ সামাজিক পরিবর্তন’ বিভিন্ন কলেজ এবং এআইইউবির শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানটির কার্যক্রমগুলো সাজানো হয়েছিল। এআইইউবির শিক্ষার্থীদের পাশাপাশি ২৪টি কলেজের শিক্ষার্থীরা বিতর্ক, কুইজ ও পোস্টার প্রদর্শনীসহ বিভিন্ন প্রতিযোগিতাই অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আব্দুল মান্নান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) ডঃ মোঃ নুরুজ্জামান উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মন্ত্রী এম এ মান্নান, শিক্ষার্থীদের ভবিষ্যত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে বলেন এবং তাদের নিজ নিজ দায়িত্ব, কর্তব্য ও লক্ষ্যে নিবেদিত হওয়ার আহ্বান জানান। তিনি ছাত্রদের মুক্তিযুদ্ধের বিষয়টি বোঝার আহ্বান জানিয়েছেন এবং তাদের বহিরাগত বাধা থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে, শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন। এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা, অর্থনীতি বিভাগের আয়োজিত দিনব্যাপী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠ্যক্রম ও সহ-পাঠ্যক্রমের কর্মকা-ে আরও বেশি যোগ দেয়ার জন্য উৎসাহিত করেন। -বিজ্ঞপ্তি।
×