ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্রাইয়ে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:৫৯, ২৪ এপ্রিল ২০১৯

আত্রাইয়ে অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ এপ্রিল ॥ সোমবার গভীর রাতে আত্রাইয়ে অগ্নিকা-ে নিঃস্ব হয়েছে চারটি পরিবার। উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কাঁশবপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রাত পৌনে ১টার দিকে উপজেলার কাঁশবপাড়া গ্রামের ওমর আলীর বসতঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে তার পাশের আনোয়ার হোসেন, আব্দুল মান্নান ও আব্দুর রহমানের বাড়িতে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের লোকজন। ডলফিন রক্ষায় কর্মশালা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনে ডলফিন রক্ষায় পর্যটন শিল্পের ভূমিকা নিয়ে মঙ্গলবার খুলনার সিএসএস আভা সেন্টারে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির সহযোগিতায় খুলনা বন বিভাগ এই কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা সার্কেলের বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এ্যান্ড উড টেকনলজি ডিসিপ্লিনের অধ্যাপক শরিফ হাসান লিমন, প্রকল্প পরিচালক মদিরুল আহসান এবং সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আজম ডেভিড। ক্যাম্প পালানো ১৪ রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ক্যাম্প ছেড়ে পালানোর সময় ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উখিয়ায় সদর স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা সূত্র জানিয়েছে, সদর স্টেশন এলাকায় একাধিক যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে যাচ্ছে। সকালে ক্যাম্প ছেড়ে যাওয়ার সময় ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
×