ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ার আলোচিত মতিন সরকার দুর্নীতি মামলায় জেল হাজতে

প্রকাশিত: ১২:০৩, ২৪ এপ্রিল ২০১৯

বগুড়ার আলোচিত মতিন সরকার দুর্নীতি মামলায় জেল হাজতে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতির মামলায় বগুড়ার বহুল আলোচিত ‘তুফান কাণ্ডে’র তুফান সরকারের ভাই মতিন সরকারের জামিন নামঞ্জুর হয়েছে। মঙ্গলবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা, হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকা-ের একাধিক মামলা রয়েছে। ২০১৭ সালে এক তরুণীকে ধর্ষণ ও ধর্ষিতাসহ তার মা’কে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় তুফান সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনার পর তুফান ও মতিন সরকারের নানা সন্ত্রাসী কর্মকা- এবং তাদের বিপুল বিত্ত বৈভবের বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। দুদক সূত্র জানায়, অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতবছরের ৩১ ডিসেম্বর দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক অনুসন্ধানে মতিন সরকারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৩ কোটি ৯ লাখ ৬৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। দুদকের পিপি এস এম আবুল কালাম আজাদ জানান, মতিন সরকার দুর্নীতির মামলায় উচ্চতর আদালত থেকে ৬ সপ্তাহের (২২ এপ্রিল পর্যন্ত)অন্তর্বর্তী জামিনে ছিলেন। মঙ্গলবার এই মামলায় সে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে অভিযুক্তকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
×