ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারী কাউন্সিলরের যৌন হয়রানি ॥ রংপুরে ওসি ক্লোজড

প্রকাশিত: ১২:০৪, ২৪ এপ্রিল ২০১৯

নারী কাউন্সিলরের যৌন হয়রানি ॥ রংপুরে ওসি ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৩ এপ্রিল ॥ রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওসিকে কোতোয়ালি থানা থেকে ক্লোজ করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার) শামীমা পারভীনকে প্রধান করে ২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি অপর সদস্য হলেন- রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (হেডকোয়ার্টার্স এ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন। জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেলে এলাকার একটি সমস্যা নিয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানায় কথা বলতে যান রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা-১ ওয়ার্ডের কাউন্সিলর নাসিমা আমিন। কথা বলার সময় থানার ওসি রেজাউল করিম তাকে উদ্দেশ্য করে যৌন হয়রানিমূলক অশালীন ভাষায় কথা বলেন। ওই কাউন্সিলর গত রবিবার যৌন হয়রানির বিষয়টি উল্লেখ করে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে মেয়র মহানগর পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ওসি রেজাউল করিমকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে মহানগর পুলিশ। লক্ষ্মীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেফতার চার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৩ এপ্রিল ॥ কমলনগরে যুবতী শাহেনুর আক্তার শাহীন অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে ৫ জনকে এজাহার নামীয় ও ৮ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন শাহেনুর আক্তার শাহীনের বাবা জাফর উদ্দিন। সোমবার রাত ১০টার দিকে কমলনগর থানায় এ মামলা দায়ের করেন তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
×