ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে কৌতুকাভিনেতা জয়ী

প্রকাশিত: ১২:৩৭, ২৪ এপ্রিল ২০১৯

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে কৌতুকাভিনেতা জয়ী

রাজনীতিতে নতুন আসা ৪১ বছর বয়সী ভলোদিমির জেলেনস্কি বিদ্রুপাত্মক টেলিভিশন সিরিজ ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এর জনপ্রিয় অভিনেতা। এই সিরিজে জেলেনস্কির চরিত্রটি আকস্মিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে যায়। ভোটের পর প্রথম বুথ ফেরত জরিপ প্রকাশিত হওয়ার পরই পরাজয় মেনে নেন পোরোশেনকো। তবে রাজনীতি ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি। রান-অফ ভোটের ৯০ শতাংশেরও বেশি ব্যালট গণনার পর জেলেনস্কি ৭৩ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখা গেছে। অপরদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো মাত্র ২৪ শতাংশ ভোট পেয়েছেন। খবর বিবিসির এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটে জেলেনস্কি ৩০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন। দ্বিতীয় স্থানে থাকা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পোরোশেনকো ১৫ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়েছিলেন। সূত্র : ইন্টারনেট
×