ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১২:৫৪, ২৪ এপ্রিল ২০১৯

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] ৩১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম সর্বাধিক খাটো ও মোটা হয়? উত্তর : মেটাফেজ ৩২। কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়? উত্তর : টেলাফেজ ৩৩। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে? উত্তর : ইন্টারফেজ ৩৪। জীবদেহে ক্ষতস্থান পূরণ করতে কোন কোষ বিভাজন ভূমিকা রাখে? উত্তর : মাইটোসিস ৩৫। অ্যানাফেজ পর্যায়ের সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত? উত্তর : ২ ভাগে ৩৬। কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে? উত্তর : টেলাফেজ ৩৭। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়? উত্তর : ৪র্থ ৩৮। মাইটোসিসের কোন পর্যায়ে নিউকিয়ার মেমব্রেন এবং নিউকিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? উত্তর : মেটাফেজ ৩৯। মস্তিষ্কের কোন অংশ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে? উত্তর : সেরিবেলাম ৪০। কোন পর্যায়ে সেন্ট্রামিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? উত্তর : মেটাফেজ ৪১। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়? উত্তর : মেটাফেজ ৪২। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে? উত্তর : মিয়োসিস ৪৩। মিয়োসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে? উত্তর : ২৩টি ৪৪। সরল বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে? উত্তর : জাইগোট ৪৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? উত্তর : মেটাফেজ ৪৬। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কী হয়? উত্তর : ক্যান্সার ৪৭। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে? উত্তর : অপত্য ক্রোমোজোম ৪৮। মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে? উত্তর : বহুকোষী জীবের ৪৯। মিয়োসিস পদ্ধতিতে মাতৃ-নিউকিয়াসের বিভাজন কয়বার ঘটে? উত্তর : ২ বার ৫০। কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়? উত্তর : মিয়োসিস ৫১। স্পিন্ডল তন্তু কী? উত্তর : স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোই হলো স্পিন্ডল তন্তু। ৫২। মিয়োসিস অর্থ কী? উত্তর : হ্রাস করা ৫৩। আকর্ষণ তন্তু কাকে বলে? উত্তর : মাইটোসিসের প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বলে। ৫৪। ক্যারিওকাইনেসিস কী? উত্তর : মাইটোসিস কোষ বিভাজনকালে নিউকিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। ৫৫। মাইটোসিস প্রক্রিয়ার পর্যায় কয়টি? উত্তর : ৫টি ৫৬। ইন্টারফেজ কী? উত্তর : ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউকিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে। ৫৭। মিয়োসিস কী? উত্তর : যে কোষ বিভাজনে নিউকিয়াস দু’বার কিন্তু ক্রোমোজোমে একবার বিভক্ত হয় তাকে মিয়োসিস বলে। ৫৮। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত মাতৃকোষের জটিল ও ধারাবাহিক পর্যায়ে তার নিউকিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা, আকৃতি, প্রকৃতি ও গুণাবলি মাতৃকোষের অনুরূপ হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। ৫৯। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউকিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।
×