ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়ায় ফেরি সঙ্কটে দীর্ঘ যানজট

প্রকাশিত: ১৩:৩৬, ২৪ এপ্রিল ২০১৯

শিমুলিয়ায় ফেরি সঙ্কটে দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি সঙ্কটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। ৩-৪ দিন ধরে আটকে থাকা পণ্যবাহী ট্রাক চালক-শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিআইডব্লিউটিসির ম্যানেজর আব্দুল আলিম মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জানান, একটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি চলছে। দু’টি রো রো ফেরিসহ মেরামতের জন্য ডকইয়ার্ডে রয়েছে ৬টি ফেরি। তাই সঙ্কট সৃষ্টি হয়েছে। তাই ট্রাকসহ যানবাহন জমে আছে ঘাটের পার্কিং ইয়ার্ডে। বিশাল এই পার্কিং ইয়ার্ডের কোথাও কোন জায়গা খালি নেই। বিআইডব্লিউটিসির ম্যানেজার মেরিন একেএম শাহজাহান জানান, ফেরি সঙ্কট চলছে বেশ কিছুদিন ধরে। তবে বর্তমানে তা প্রকট আকার ধারণ করেছে। নৌরুটের ৩টি রো রো ফেরির মধ্যে দু’টিই মেরামতে। রো রো ফেরি এনায়েতপুরীকে গত ২ মাস আগে এবং ১৫ দিন আগে অপর রো রো ফেরি শাহপরাণকেও পাঠানো হয়েছে ডকে। কে টাইপ ফেরি কাকলী ও ডাম্প ফেরি রায়পুরা ৩ মাস আগে মেরামতের জন্য ডকে গেছে। ফেরার কোন খবর নেই। এছাড়া ফেরি টানা জাহাজ আইটি-৯৬ ডকে নেয়া হয়েছে। ফেরি রানীগঞ্জের নিজস্ব কোন ইঞ্জিন না থাকায় আইটি-৯৬ টানা জাহাজে ফেরিকে টেনে নিয়ে যেত। কিন্তু আইটি-৯৬ মেরামতে থাকায় ফেরি রানীগঞ্জও অলস বসে আছে। তাই বর্তমানে প্রতিদিন ৩ থেকে ৪ শতাধিক গাড়ি কম পারাপার হচ্ছে। তবে কবেনাগাদ মেরামত শেষে ফেরিগুলো বহরে ফিরবে তা তিনি নিশ্চিত করতে পারেনি।
×