ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার শাহীন হত্যা মামলার আসামি কাউন্সিলর আমিনুল ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ১৩:৫৩, ২৪ এপ্রিল ২০১৯

বগুড়ার শাহীন হত্যা মামলার আসামি কাউন্সিলর আমিনুল ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পরিবহন ব্যবসায়ী এ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি বগুড়া পৌরসভার কাউন্সিলর (প্যানেল মেয়র-২) ও বগুড়া মোটর মালিক গ্রুপের নেতা আমিনুল ইসলামকে (৪৫) মঙ্গলবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শাহীন হত্যাকা-ের পর থেকে পরিবহন ব্যবসায়ী নেতা ও পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র) আমিনুল পলাতক ছিল। ১৪ এপ্রিল রাত ১০টার দিকে বগুড়ার উপশহর এলাকায় বিএনপি নেতা পরিবহন ব্যবসায়ী শাহীন সন্ত্রাসীদের উপর্যুপরী ছুরিকাঘাতে খুন হন। মোটর মালিক গ্রুপের বিরোধের জের ধরে তাকে খুন করা হয়। পরিবহন ব্যবসায়ী শাহীন একটি পক্ষে ছিলেন এবং তিনি তার পক্ষের লোকজনের হয়ে মামলা পরিচালনা করছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় মোটর মালিক গ্রুপের নেতা ও পৌর কাউন্সিলর আমিনুলসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনসহ মোট ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি পায়েল শেখ ও রাসেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। পুলিশ সূত্র জানায়, ইতোপূর্বে গ্রেফতার হওয়া দুই আসামি তাদের স্বীকারোক্তিতে প্রধান আসামি আমিনুলের নাম উল্লেখ করে।
×