ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে ভূমিকম্প নিহত ১৬

প্রকাশিত: ১৩:৫৪, ২৪ এপ্রিল ২০১৯

ফিলিপিন্সে ভূমিকম্প নিহত ১৬

জনকণ্ঠ ডেস্ক ॥ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার উত্তর-পশ্চিমে সোমবার বিকেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৬ জন নিহত হয়েছে। ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি এ্যান্ড সিসমোলজি খবরটি নিশ্চিত করেছে। বিবিসি। ভূমিকম্পে একটি বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুটি ভবন বিধ্বস্ত হয়েছে। ম্যানিলার উত্তর-পশ্চিমে পামপানগা প্রদেশে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে এ প্রদেশটিতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী ম্যানিলায়ও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ম্যানিলার বাণিজ্যিক এলাকার আকাশচুম্বি ভবনগুলোকে কয়েক মিনিট ধরে দুলতে দেখা গেছে।
×