ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইন-শৃঙ্খলা বাহিনী সব রকম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৯, ২৪ এপ্রিল ২০১৯

আইন-শৃঙ্খলা বাহিনী সব রকম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত  : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধ বিষক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক শ্রীলঙ্কায় ধর্মীয় প্রতিষ্ঠান ও রেষ্টুরেন্টে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে কোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। যারা ধর্মের নাম ব্যবহার করে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড চালায় ইসলাম ধর্মে তাদের কোন স্থান নাই। তারা মুসলমান নামধারী হতে পারে, কিন্তু মুসলমান হতে পারে না। বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আয়োজনে দোয়া মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, মন্ত্রী পরিষদের সভায় আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিভাগ সেভাবেই প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কালিয়াকৈর উপেজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরীন, সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীরসহ অন্যরা বক্তব্য রাখেন।
×