ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ১০:০৪, ২৫ এপ্রিল ২০১৯

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ এপ্রিল ॥ বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এক যুগের পকেট কমিটি বাতিলসহ গাইড বাণিজ্য, অতিরিক্ত ফি আদায় ও প্রধান শিক্ষকের অসদাচরণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিহারকোল বাজারে এলাকায় এই মানববন্ধন পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ও স্কুলের অভিভাবক মশিউর রহমান মানিক। এ সময় তারা বলেন, স্কুলের প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবর তার নিজের স্বার্থে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে এক যুগ থেকে একই কমিটি দিয়ে স্কুল পরিচালনা করছে। এছাড়া তিনি বিভিন্ন সময় ছাত্রীদের সঙ্গে খারাপ ভাষা ব্যবহারসহ অসদাচরণ করে থাকেন। বক্তারা বলেন, বিভিন্ন প্রকাশনীর কাছে আর্থিক সুবিধা নিয়ে নিম্নমানের বই সিলেবাসভুক্ত করা হয়েছে। এছাড়া স্কুলের নানা পরীক্ষায় অতিরিক্ত ফি গ্রহণের অভিযোগ করেন তারা।
×