ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ ‘খুলনা দিবস মেলা’ উদ্বোধন

প্রকাশিত: ১০:০৪, ২৫ এপ্রিল ২০১৯

আজ ‘খুলনা দিবস মেলা’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ঐতিহ্যবাহী খুলনা জেলার ১৩৭ বছর পূর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার উন্নয়ন ভবন মাঠে ৪ দিনব্যাপী ‘খুলনা দিবস মেলা-২০১৯’ উদ্বোধন করা হবে। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমম্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান। তিনি বলেন, আজ বৃহস্পতিবার উন্নয়ন ভবন মাঠে চার দিনব্যাপী খুলনা দিবস মেলা উদ্বোধন করা হবে। এখানেই মেলা চলবে। এছাড়া খুলনা ১৩৭ বছর পূর্তিতে ২৭ এপ্রিল সকাল ৯ টায় খুলনার ইতিহাস-ঐতিহ্য ও প্রাকৃতিক দৃশ্য সংবলিত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে এবং সন্ধ্যায় নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ মোঃ মাজহারুল হান্নান, প্রকৌশলী আজাদুল হক, অধ্যাপক মোঃ আবুল বাসার, শেখ আবুল কাশেম, মামনুরা জাকির খুকুমনি, এ্যাডভোকেট কুদরত-ই-খুদা, মোঃ মনিরুজ্জামান রহিম প্রমুখ।
×