ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদ

প্রকাশিত: ১০:০৫, ২৫ এপ্রিল ২০১৯

যৌন হয়রানির প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ এপ্রিল ॥ কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের পরিচালককে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবিতে নেত্রকোনায় কর্মরত নার্সরা বুধবার বিক্ষোভ মানববন্ধন করেছেন। বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা শাখার উদ্যোগে জেলা সদর হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা নার্সেস এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক পাপিয়া রহমান পপি, সাংগঠনিক সম্পাদক আয়শা খাতুন, কোষাধ্যক্ষ স্বপ্না আক্তার, দফতর সম্পাদক বিউটি রানী রায়, প্রচার সম্পাদক ফারিয়া আক্তার প্রমুখ। বখাটের কারাদ- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্কুলে যাতায়াতের পথে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বখাটের ছয় মাসের কারাদ- প্রদান করা হয়েছে। দ-প্রাপ্তকে তাৎক্ষণিক বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় গ্রামে। জানা গেছে, ওই গ্রামের মনীন্দ্র বালার বখাটে পুত্র সোহাগ বালা বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে দীর্ঘদিন থেকে যৌন নিপীড়ন করে আসছিল। এ ঘটনায় ওই ছাত্রীর মা সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ইউএনও বিষয়টি থানার ওসিকে অবহিত করার পর বুধবার সকালে পুলিশ ওঁৎ পেতে থেকে ওই ছাত্রীকে যৌন নিপীড়নের সময় হাতেনাতে বখাটে সোহাগকে গ্রেফতার করে।
×