ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ১০:১০, ২৫ এপ্রিল ২০১৯

বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ এপ্রিল ॥ ‘যুক্তিতেই মুক্তি, সৃজনশীলতাই শক্তি’ এ স্লোগানে জেলার বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল এ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটির সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিনা আক্তার। এ সময় কলেজের সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ একরাম হোসেন, সহকারী অধ্যাপক শাহ আলম খান, সহকারী শিক্ষক ইকবাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে রয়েছেন ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল হান্নান মিজান এবং চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের আবৃত্তি প্রশিক্ষক কবি বাসিরুল আমিন। ব্যবসায়ী হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২৪ এপ্রিল ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হাতিয়ার স্বর্ণ ব্যসায়ী সমিতির উদ্যোগে শিপ্লব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহণ করেন শতাধিক স্বর্ণ ব্যবসায়ী ও শিপ্লব বণিকের পরিবারের সদস্যরা। এ সময় তারা অবিলম্বে শিপ্লবের হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হত্যার বিচার দাবি করে একটি স্মারকলিপি দেন। উল্লেখ্য, ১৪ এপ্রিল সকালে হাতিয়া থানা পুলিশ আফাজিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী শিপ্লব বণিকের লাশ তার দোকান থেকে উদ্ধার করে। এ সময় তার গায়ে বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন পাওয়া যায়। পুলিশের আশঙ্কা তাকে গলাটিপে হত্যা করা হয়েছে।
×