ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরু পাঞ্জাবকে হারায় ১৭ রানে

প্রকাশিত: ১৩:৫৪, ২৫ এপ্রিল ২০১৯

ডেভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরু পাঞ্জাবকে হারায় ১৭ রানে

জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলের ৪২তম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৭ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। তার দলে হরপ্রীত ব্রারারের জায়গায় অঙ্কিত রাজপুত আর স্যাম ক্যুরেনের জায়গায় নিকোলাস পুরনকে শামিল করা হয়। অন্যদিকে আরসিবির দলে ডেল স্টেইন আর পবন নেগীর জায়গায় টিম সাউদি আর ওয়াশিংটন সুন্দরকে জায়গা দেয়া হয়। এবি ডেভিলিয়র্স নিজের দলের হয়ে ৪৪ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে দলের হয়ে মার্কস স্টোইনিসও ৩৪ বলে ৪৬ রানের যোগদান করেন। ৪৩ রান করেন পার্থিব প্যাটেল। পাঞ্জাবের হয়ে রবিচন্দ্রন অশ্বিন নিজের ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন। জবাবে লক্ষ্য তাড়া করতে নামা কিংস ইলেভেনের শুরুটা ভাল হয়। ক্রিস গেইল আর কেএল রাহুল মিলে প্রথমে উইকেটের জন্য ৩.২ ওভারে ৪২ রান যোগ করেন। এরপর ১০৫ রানের মধ্যেই পাঞ্জাবের তিন উইকেট পড়ে যায়। কিন্তু চতুর্থ উইকেটের জন্য নিকোলস পুরন আর ডেভিড মিলার ৬৮ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন আর দলকে জয় এনে দেয়ার যথেষ্ট চেষ্টা করেন। কিন্তু লক্ষ্যমাত্রা যথেষ্ট বড় হওয়ায় পাঞ্জাব দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৮৫ রানই করতে পারে। - ক্রিকইনফো
×