ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘‘হামলাকারীদের দু'জন ব্রিটেন ও অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছে”

প্রকাশিত: ০০:০৩, ২৫ এপ্রিল ২০১৯

‘‘হামলাকারীদের দু'জন ব্রিটেন ও অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছে”

অনলাইন ডেস্ক ॥ শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন বলেছেন, কলম্বোয় ধারাবাহিক বোমা হামলাকারীদের মধ্যে দু'জন পাশ্চাত্যের ডিগ্রীধারী। একজন ব্রিটেন ও আরেকজন অস্ট্রেলিয়ায় পড়ালেখা করেছে। তিনি আরও বলেন, বোমা হামলায় আটজন আত্মঘাতী ব্যক্তি জড়িত ছিল। এদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সাত জনের মধ্যে দু'জন ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, হামলায় জড়িত সন্দেহে আরও ১৮ জনকে আটক করা হয়েছে। এর ফলে আটক ব্যক্তির সংখ্যা ৫৮-এ পৌঁছেছে। গত রবিবারের হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ। ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার পর আইএস'র সদস্য হওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এর আগেও বাংলাদেশে দেখা গেছে, জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের অনেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে। গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশেপাশে বোমা হামলায় অন্তত ৩৫৯ জন নিহত ও পাঁচশ' জনের বেশি আহত হয়েছে।
×