ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশেও হামলার চক্রান্ত করেছিল জঙ্গীরা ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০০:৩৮, ২৫ এপ্রিল ২০১৯

বাংলাদেশেও হামলার চক্রান্ত করেছিল জঙ্গীরা ॥ প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ শ্রীলঙ্কার মতো জঙ্গিরা বাংলাদেশেও হামলার চক্রান্ত করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তা ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজশাহী-ঢাকা রুটে আন্তনগর বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেসের’ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রবিবার শ্রীলঙ্কায় গির্জা, অভিজাত হোটেল ও কলম্বোর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। শ্রীলঙ্কায় হামলার পর ঢাকাসহ অন্যান্য কিছু জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়। বাংলাদেশের সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও শ্রীলঙ্কায় হামলার পর থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-রাজধানী রুটে বিরতিহীন ট্রেনের উদ্বোধনের সময় শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কার মতো জঙ্গিরা বাংলাদেশেও হামলার চক্রান্ত করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। দেশের কোথাও কেউ জঙ্গি তৎপরতায় লিপ্ত হচ্ছে এমন সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর তা জানানো আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা নির্মূল করেছে। মানুষকে সচেতন করতে জুমার খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরুদ্ধে বয়ান দিতে ইমামদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।
×