ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পেল শর্ট ফিল্ম ‘ডায়রা’র ট্রেলার

প্রকাশিত: ০৪:২৮, ২৫ এপ্রিল ২০১৯

 মুক্তি পেল শর্ট ফিল্ম ‘ডায়রা’র ট্রেলার

অনলাইন ডেস্ক ॥ বর্তমান প্রজন্মের কাছে ভালবাসার সংজ্ঞা কী? ভালাবাসা নিয়ে কি কনফিউসড নিউ জেনারেশন? ভালবাসা আদৌ বেঁচে আছে কি? নাকি পুরোটাই প্রহসন? এ সবই ভাবিয়েছিল পরিচালক রণদীপ সরকারকে। তারই উত্তর খুঁজতে তিনি তৈরি করেছেন শর্ট ফিল্ম ‘ডায়রা’। সদ্য মুক্তি পেল এর ট্রেলার। রণদীপ শেয়ার করলেন, ‘‘আমাদের জেনারেশনের ভালবাসা নিয়ে প্রতিদিন স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এদের কাছে ভালবাসা মানে কি লিভ টুগেদার? আমরা কি বিদেশি কালচারকে ব্লাইন্ডলি কপি করছি? ভালবাসার নামে কি কিছু চাহিদা মেটানোর চেষ্টা করছি? আমরা কি আদৌ দায়িত্ব নিচ্ছি? এ সবই ভাবিয়েছিল। আমাদের ২০-২৫ মিনিটের শর্ট ফিল্মেও সেটা নিয়েই কাজ করেছি।’’ ‘ডায়রা’ আসলে ‘ভিকি’ এবং ‘সোনালি’র রিলেশনশিপের গল্প। চিত্রনাট্য অনুযায়ী ‘ভিকি’ কর্পোরেট সেক্টরে কাজ করেন। ‘সোনালি’ ওয়াল্ড লাইফ ফোটোগ্রাফার। তাঁদের ভালবাসার সংজ্ঞা ঠিক কী? তা জানা যাবে এই ছবিতে। মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন সপ্তর্ষি এবং মুমতাজ। অরিন রয়েছেন মিউজিকের দায়িত্বে। অন্যতম প্রযোজক অয়নজিত্ সেন। রণদীপ বললেন, ‘‘আমরা এই ছবিটা প্রথমে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাব। তার পর কোনও একটা চ্যানেল বা ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে রিলিজ করব। শর্ট ফিল্মটাকেই ফিচার ফিল্মের ফরম্যাটে ফেলার চেষ্টা করেছি আমরা।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×