ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ইরি বোরো ধানের বাম্পার ফলন

প্রকাশিত: ০৫:২৯, ২৫ এপ্রিল ২০১৯

     মাগুরায় ইরি বোরো ধানের বাম্পার ফলন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে । বর্তমানে পাকাধান কাটা শুরু হয়েছে । জানাগেছে, চলতি মৌসুমে জেলায় ৪৪ হাজার হেক্টর জমিতে ইরিবোরে ধানের চাষ হয়েছে । আবহাওয়া অনকুলে থাকায় ইরিবোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন । চারিদিকে শুধু ধান আর ধান । কৃষকরা জানান, ইরিবোরা ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা শুরু হওয়ায় কৃষি শ্রমিকদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে । কৃষি শ্রমিকদের দম ফেলার সময় নেই । প্রতি শ্রমিক দৈনিক মজুরী হিসাবে পাছ্চেন ৩ শত টাকা থেকে ৪ শত টাকা মজুরী । ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে বহু শ্রমিকের মৌসুমী কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে ।
×