ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে আশ্রয় কেন্দ্রের ১০টি বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৬:১৭, ২৫ এপ্রিল ২০১৯

  সীতাকুণ্ডে আশ্রয় কেন্দ্রের ১০টি বসতঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকান্ডে সরকারি আশ্রয় কেন্দ্রের ১০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত গভীররাতে উপজেলার বাড়বকুণ্ড শুকলাল হাট ভাইয়েরখীল সরকারি আশ্রয় কেন্দ্রের ২নং ব্র্যাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে বাকী ২টি ব্র্যাক আগুন থেকে রক্ষা পায়। অগ্নিকান্ডে আশ্রয় কেন্দ্রের বাসিন্দা ভূমিহীন ইকবাল, মানিক মিয়া, সুলতান, শাহাবুদ্দিন, ইসমাইল, ফাতেমা, ফুলবিয়া, তানজিনা বেগম, নূর উদ্দীনের ঘর ভষ্মিভূত হয়ে যায়। এতে ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, ‘বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট পাহাড়ের পাদদেশে অবস্থিত ভাইয়ের খীল সরকারি আশ্রয় কেন্দ্রের ৩টি ব্রাকের মধ্যে ১টি ব্র্যাকের ১০টি ঘর পুড়ে যায়। আমরা গিয়ে বাকি ঘরগুলো আগুন থেকে রক্ষা করি। প্রাথমিকভাবে বলা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।’
×