ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পহেলা বৈশাখ বাঙালীর প্রাণের উৎসব ॥ ড. হারুন

প্রকাশিত: ০৯:১৭, ২৬ এপ্রিল ২০১৯

পহেলা বৈশাখ বাঙালীর প্রাণের উৎসব ॥ ড. হারুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নববর্ষের এই অনুষ্ঠান উদযাপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘বাঙালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। আমাদের বাংলা ভাষা-ভাষী জনগোষ্ঠীর জন্য নতুন বছর এটি। নতুন বছরে আমরা সুন্দরকে লালন করব। উপাচার্য আরও বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বৈশাখের সঙ্গে বাঙালীর জীবনাচারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, অধ্যাপক নিজাম উদ্দিন, অধ্যাপক নোমান উর রশীদ।
×