ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৯:১৭, ২৬ এপ্রিল ২০১৯

ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় সিলেট মহানগর আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসার আদালতে সাক্ষ্য দিয়েছেন । এ নিয়ে এই মামলাটিতে মোট দুজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালতের পিপি মাসুক আহমদ জানান, হাকিম হরিদাস কুমার মামলার ছয় আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২১ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করে আদালত। এর আগে সকালে কড়া নিরাপত্তায় ৫ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট আসামি করা হয়েছে ছয়জনকে। মামলায় সাক্ষ্য দেবেন মোট ৫৬ জন। উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মার্চ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল।
×