ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাহিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৯:১৮, ২৫ এপ্রিল ২০১৯

 জাহিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ মির্জা ফখরুল

অনলাইন রিপোর্টার ॥ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ শপথ নিলে তা ‘সাংগঠনিক অপরাধ’ হিসেবে বিবেচনায় এনে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর। ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষের নির্বাচিত সদস্য জাহিদুর রহমান জাহিদ শপথগ্রহণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব দলের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে, শপথগ্রহণ না করা। এই সিদ্ধান্তকে অমান্য করে যদি কেউ শপথগ্রহণ করে থাকেন তা নিঃসন্দেহে সাংগঠনিক অপরাধ। তিনি বলেন, অবশ্যই এ রকম ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপির সিদ্ধান্ত হচ্ছে শপথগ্রহণ না করার। সুতরাং, এখন প্রশ্নই উঠতে পারে না শপথ নেয়ার। সকাল সাড়ে ১১টায় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন জাহিদুর রহমান জাহিদ। এদিকে দলকে উপেক্ষা করে শপথ নেওয়ায় জাহিদকে গণদুশমন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একাদশ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬ জন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়।
×