ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত

প্রকাশিত: ১০:০৫, ২৬ এপ্রিল ২০১৯

দ্বিতীয় অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত

সংসদ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অর্থাৎ মাত্র ৫ কার্যদিবস চলবে এই অধিবেশন। বৃহস্পতিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে কমিটি সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। নিয়ম রক্ষার দ্বিতীয় এই অধিবেশন শেষে আগামী জুনে শুরু হবে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনটি হবে দীর্ঘ। তবে প্রয়োজনে দ্বিতীয় অধিবেশনের মেয়াদ স্পীকার পরিবর্তন করতে পারবেন। কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মোঃ ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
×