ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যত্রতত্র রাস্তা পার হওয়ায় ৮৯ পথচারীকে জরিমানা

প্রকাশিত: ১০:০৫, ২৬ এপ্রিল ২০১৯

যত্রতত্র রাস্তা পার হওয়ায় ৮৯ পথচারীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পার হওয়ার অপরাধে ৮৯ পথচারীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বিআরটিএ’র যৌথ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান, নির্দিষ্ট স্থানে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পার হওয়ার অপরাধে ৮৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। সেই সঙ্গে তাদের ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মূলত জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রাজধানীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
×