ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছয় আসামির ফাঁসি, যাবজ্জীবন একজনের

প্রকাশিত: ১১:১৭, ২৬ এপ্রিল ২০১৯

ছয় আসামির ফাঁসি, যাবজ্জীবন একজনের

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেম হত্যা মামলায় ৬ জনকে ফাঁসি এবং এক জনের যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। আজগর হোসেন রানা নামে এক আসামি বেকসুর খালাস পান। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন নিহত আনিস খাদেমের জ্ঞাতি বড় ভাই শহিদুর রহমান খাদেম ওরফে মিনু খাদেম ওরফে মামা খাদেম, তার ভাড়া করা সন্ত্রাসী মাহবুব আলম লিটন ওরফে দাঁতভাঙ্গা লিটন (পলাতক), শেখ শামীম আহম্মেদ, মোঃ জুয়েল, কামাল হোসেন বিপ্লব (পলাতক) ও সোহেল ওরফে ক্যাটস আই সোহেল। যাবজ্জীবনপ্রাপ্ত হলেন, আব্দুল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবু ওরফে হোন্ডা বাবু ওরফে টিএ্যান্ডটি বাবু ওরফে চুলা বাবু ওরফে টুইন্যা বাবু (পলাতক)। রায়ে যাবজ্জীবন প্রাপ্তের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্তসহ পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর চার জনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
×