ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয় বিশ্বকাপ দলে গেইল-রাসেল

প্রকাশিত: ১১:৪৮, ২৬ এপ্রিল ২০১৯

ক্যারিবীয় বিশ্বকাপ দলে গেইল-রাসেল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু সেখানে বাংলাদেশ-আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য ঘোষিত ক্যারিবীয় দলে ফেরা হয়নি মারকুটে ব্যাটিং অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। এমনকি বিশ্বকাপ বাছাইয়ে দারুণ খেলা ও ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে ফর্মের তুঙ্গে থাকা বাঁহাতি ওপেনার ক্রিস গেইলও ছিলেন না। চারপাশে গুঞ্জন উঠছিল শেষ পর্যন্ত গেইল-রাসেলদের বিশ্বকাপ খেলা হবে তো! গুঞ্জনের কারণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) ব্যাপক কঠোরতা। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বরাবরই তাদের ঝামেলা। তবে সম্প্রতিই বোর্ডের প্রশাসনিক কাঠামোয় ব্যাপক বদলের হাওয়ায় এবার বিশ্বকাপ দলে তেমন কোন চমক দেখা যায়নি। রাসেল-গেইলসহ নিয়মিত পারফর্মারদের নিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নেতৃত্ব দেবেন পেসার জ্যাসন হোল্ডার। গত দুই বছরে অভিজ্ঞ টপঅর্ডার মারলন স্যামুয়েলস হতাশাজনক নৈপুণ্য দেখিয়েছেন। গত বছর ডিসেম্বরের পর আর কোন ওয়ানডে খেলার সুযোগ পাননি তিনি। এমনকি বিপিএল, আইপিএলের মতো আসরগুলোতেও এবার কোন দল তাকে ডাকেনি। ৩৮ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান নিজেই কিছুদিন আগে বিশ্বকাপ খেলার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন। সেটিই সত্যি হয়েছে, অভিজ্ঞ এ তারকাকে বিশ্বকাপ দলে রাখেনি ক্যারিবীয় নির্বাচকরা। তবে সেটি নিয়ে কোন সমালোচনার সুযোগ নেই। কারণ গত কয়েক বছরের মধ্যে এবারই কিছুটা বিতর্কহীন একটি দল দিয়েছেন তারা। কিছুদিন আগে সিডব্লিউআইয়ের কঠোরতা দেখাতে গিয়ে অনিয়মের স্বর্গ গড়ে তোলা প্রশাসনের বিদায় ঘটেছে। নতুন দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছিলেন যোগ্যতা-সামর্থ্য ও পারফর্মেন্সের প্রতিফলন থাকবে জাতীয় দল গঠনের ক্ষেত্রে। বিশ্বকাপ দলে সেটার প্রমাণ পাওয়া গেছে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বের জেরে অতীতে নানা সময়ে বঞ্চিত হওয়া অলরাউন্ডার রাসেল, ড্যারেন ব্রাভো ও গেইলরা আলোকিত করেছেন এবারের বিশ্বকাপ স্কোয়াডটি। ২০১৫ সালের পর আর মাত্র এক ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন রাসেল। মূলত টি২০ ক্রিকেটে বিশেষজ্ঞ হয়ে ওঠা এ বিধ্বংসী মিডলঅর্ডার ব্যাটসম্যান সম্প্রতি ফর্মের তুঙ্গেই আছেন। ডোপিংয়ে জড়িয়ে মাঝে এক বছর নিষিদ্ধ ছিলেন ক্রিকেট থেকে। আবার হাঁটুর ইনজুরি তাকে ক্রিকেট থেকেই দীর্ঘ সময় দূরে রাখে। সবমিলিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে আর ফেরা হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। কিন্তু ৩০ বছর বয়সী এ তারকাকে দলে নিয়েছেন ক্যারিবীয় নির্বাচকরা। তবে অভিজ্ঞদের মধ্যে আরেক বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ডের ঠাঁই হয়নি। এবার আইপিএলে কয়েকটি ম্যাচে ঝড় তুলতে পারলেও তা ব্যর্থতার ভিড়ে বেশ নগণ্যই ছিল। তাই তার প্রতি সদয় হয়নি নির্বাচকরা। আর গেইল এবার বিশ্বকাপ খেলবেন তা নিশ্চিতই ছিল। কারণ সম্প্রতি ফর্মের তুঙ্গে আছেন তিনি। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডে সিরিজে বিস্ফোরক ব্যাটিংয়ে পুরনো চেহারায় ফিরেছেন এ বাঁহাতি। আইপিএলেও নিয়মিত রান করে যাচ্ছেন। বিপিএলের শেষ মুহূর্তে রানে ফেরা গেইল আর তেমন কোন ব্যর্থতাই দেখাননি। তবে আইপিএল খেলার জন্য তাকে ছাড় দিয়েছে এবার ক্যারিবীয় বোর্ড। সে কারণে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তাকে রাখা হয়নি। একইভাবে রাসেলকেও ওই সিরিজের দলে ডাকা হয়নি। পরিবর্তে আইপিএল শেষ করে তারা কিছুদিন বিশ্রাম নেবেন। এই পরিকল্পনা থেকেই ত্রিদেশীয় সিরিজ খেলছেন না তারা। কিন্তু বিশ্বকাপ দলে ঠিকই আছেন উভয়ে। পেস বোলার শ্যানন গ্যাব্রিয়েলও ফিরেছেন। দুই স্পিনার দেবেন্দ্র বিশু ও সুনীল নারাইনের পরিবর্তে দলে ঠাঁই দেয়া হয়েছে অলরাউন্ডার ফ্যাবিয়ান এ্যালেনকে। ত্রিদেশীয় সিরিজের দলে থাকা ৬ ক্রিকেটার- সুনীল এ্যামব্রিস, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেস, শেন ডাওরিচ ও রেইমন রেইফার বিশ্বকাপে সুযোগ পাননি। তবে ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। সেই অনুসারে এখনও সুযোগ শেষ হয়ে যায়নি তাদেরও। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল ॥ জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এ্যালেন, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রেথওয়েট, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, এ্যাশলে নার্স, নিকোলাস পুরান, কেমার রোচ, আন্দ্রে রাসেল ও ওশানে টমাস।
×