ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সময়ের ইজি ড্রেস

প্রকাশিত: ১২:৪০, ২৬ এপ্রিল ২০১৯

সময়ের ইজি ড্রেস

সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আর এ কারণেই বদলাতে থাকে দেশ-কাল-পাত্র। অনেক বিষয়ই সাক্ষী হয়ে যায় ইতিহাসের আবার অনেক কিছুই নতুনভাবে ধরা দেয়। ঋতু বদলের দেশ আমাদের এই বাংলাদেশ। ছয়টি ঋতু যেন একই সুতোয় গাঁথা। প্রকৃতির অমোঘ নিয়মে পরিবর্তন ঘটে এদের। আপন আপন মহিমায় উদ্ভাসিত এ ঋতুগুলো যেন দোল দিয়ে যায় আমাদের মনে। ঋতুভিত্তিক এ বাংলাদেশ অনেক বেশি সুন্দর। প্রকৃতির পালা বদলে বইছে উষ্ণ হাওয়া। চারদিকে বিরাজ করছে তপ্ত আবহাওয়া। আর এ সময়টাতে চলে নিজেকে রোদ থেকে রক্ষার প্রস্তুতি। চলা-ফেরা সব কিছুতেই চলে সাবধানতা। ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ছয়টি ঋতুই পরিবর্তিত হয় আপন মহিমায়। আর ঋতুর সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তিত হয় দৈনন্দিন চলাফেরা এবং যাপিত জীবন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে প্রস্তুতি নেয়া হয়। পরিবর্তনের এ তালিকায় পোশাক অন্যতম। অর্থাৎ সময়োপযুগী আরামদায়ক পোশাকের দিকে নজর সবার। কারণ পোশাক যদি আরামদায়ক না হয় তাহলেই ঘটে বিপত্তি । সৃষ্টি হয় অনাকাক্সিক্ষত পরিস্থিতির। অতএব আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে পোশাক না পরলে অস্বস্থিকর অবস্থার মধ্যে পরতে হয়। যে কারণে ঋতুভিত্তিক পোশাক মানুষের এখন প্রথম পছন্দ। ফ্যাশন হাউসগুলো এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছে। একটা সময় ছিল যখন এদেশের মানুষ উৎসব কিংবা বড় কোন অনুষ্ঠান ছাড়া ফ্যাশন হাউসগুলোতে ভিড় জমাত না। তবে প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে। বাঙালী এখন ফ্যাশনসচেতন জাতি হিসেবে স্বীকৃত। ঋতুভিত্তিক পোশাক এখন ফ্যাশন ট্রেন্ডের পরিচিত রূপ। কোন্ ঋতুর সঙ্গে কোন্ পোশাকটি মানানসই তা নিয়ে রীতিমতো গবেষণা করা হয়। আর হবেই বা না কেন। বিশ্ব ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে এগিয়ে যাচ্ছে এদেশের ফ্যাশন জগত। ফ্যাশন হাউসগুলো সব সময় সচেষ্ট থাকে ক্রেতাদের রুচি ও চাহিদা মোতাবেগ পোশাক সরবরাহ করতে। যখন যে ঋতু বা উপলক্ষ সামনে এসে দাঁড়ায় সে ঋতু কিংবা উপলক্ষ নিয়েই অগ্রিম প্রস্তুতি সেরে ফেলে তারা। যে কারণে সাধারণ মানুষেরও নিত্যনতুন ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে পরিচিত হতে সময় লাগে না। ফ্যাশন হাউসের বদৌলতে ঋতুভিত্তিক পোশাকের অগ্রিম খবর পেয়ে যায়। যার ফলে ঋতুভিত্তিক পোশাকের প্রস্তুতি আগে থেকেই সেরে রাখা যায়। মজার ব্যাপার হচ্ছে, এসব পোশাক শুধু গতানুগতিক ধারাতেই থাকে না বরং নিত্যনতুন ফ্যাশন যোগ করা হয়। অনেক সময় পুরনো কিছু ফ্যাশনকে নতুন রূপদান করে আরও বেশি আধুনিক করে তোলা হয়। তেমনি নতুন এবং পুরাতন ডিজাইনের সংমিশ্রণের একটি পোশাক বর্তমান তরুণ-তরুণীর কাছে জনপ্রিয়তা পেয়েছে। সময় ও আবহাওয়া বুঝে পোশাক পছন্দ করাটাই বুদ্ধিমানের কাজ। আর সময় এখন ইজি ড্রেসের। যে ড্রেস পরে স্বাচ্ছন্দ বোধ করা যায় তাই এ সময়ে পরা উচিত। পোশাক : কেক্রাফট
×