ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এই গরমে শুধুই পলো টি-শার্ট

প্রকাশিত: ১২:৪০, ২৬ এপ্রিল ২০১৯

এই গরমে শুধুই পলো টি-শার্ট

এই গরমে শিশু, তরুণ-তরুণী কিংবা বড়দের জন্য পোশাক নির্বাচনে বাড়তি যত্ন নিতে হবে। এই প্রচ গরমের দিনে ঢিলেঢালা হালকা রঙের আরামদায়ক পোশাক বেছে নেয়াই ভাল। সবচেয়ে ভাল সাদা রঙের কাপড় পরিধান। এতে সূর্যের তাপ শোষণ হবে কম আর আপনার দেহ থাকবে শীতল। পোশাকের কাপড় হওয়া উচিত সুতি। এতে করে আপনার ঘাম শুকোবে তাড়াতাড়ি। তাছাড়া এমন কাপড় পরা উচিত যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে। আর হালকা রং যেহেতু তাপ শোষণ করে না, তাই আপনি থাকবেন চনমনে ও ফুরফুরে। এই গরমে আরামপ্রদ পোশাক হিসেবে অনেকের কাছেই পলো টি-শাট পছন্দ, বিশেষ করে এই সময়ের তরুণ-তরুণীদের কাছে পলো টি-শার্ট বাড়তি ফ্যাশন হিসেবেই বেশি ধরা দেয়। আর গরমের এ মুহূতে আরামদায়ক পোশাক হিসেবে পলো টি-শার্টের বিকল্প পোশাক আর অন্য কিছুই ভাবা যায় না। এছাড়া রং ও নক্সায় একটু ফ্যাশনসচেতন হলে পলো টি-শাট পরে অংশগ্রহণ করা যায় বিভিন্ন পার্টি, উৎসব কিংবা অনুষ্ঠানেও। অন্যদিকে পলো টি-শার্ট মানিয়েও যায় জিন্স, গ্যাবাডিন কিংবা নরমাল অন্য প্যান্টের সঙ্গেও। আবার কেডস, কার, স্যান্ডেল কিংবা অন্য জুতাও আরামদায়ক পলো টি-শার্টের সঙ্গে মানিয়ে পরা যায়। সব মিলিয়েই পলো টি-শার্ট আরামদায়ক, মানানসই এবং সেই সঙ্গে ফ্যাশনেবল এই সময়ের তরুণ-তরুণীদের কাছে। গরমে টি-শার্ট ও পলোশার্ট সবচেয়ে আদর্শ পোশাক। বাহারি রং, ব্লক, বাটিক প্রিন্টসহ প্রতিটি পলো টি-শার্ট যেন একেকটি ডিজাইনারের রং-তুলির ক্যানভাস। সদ্য কিশোরী বা কিছু তরুণীরাও আছে যারা শাড়িতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর পরার অভ্যাস নেই বলে বেশিক্ষণ শাড়ি পরে থাকতেও পারে না। তাই তরুণীদের পছন্দের তালিকায় ফতুয়া, টপস, সিøভলেস, সালোয়ার কামিজের পাশাপাশি পলো টি-শার্ট যেন অন্যরকম ফ্যাশনেবল পোশাক হিসেবে পরিচিত পেয়েছে সবাগ্রে। কাপড় হিসেবে নজর দিন আরামের দিকে। গরমে শিশুদের জন্য সুতি পোশাকের বিকল্প আর কিছুই হতে পারে না। এর পাশাপাশি টি-শার্ট, পলো টি-শাট চলতে পারে বিভিন্ন রঙের ও ডিজাইনের। আবার আধুনিক পাশ্চাত্যের সঙ্গে তাল মিলিয়ে আরামদায়ক কাপড়ে তৈরি পলো টি-শার্টগুলোতে শিশুর আরামকে প্রাধান্য দেয়া হচ্ছে। ফলে পলো টি-শার্টের কদরও বেড়েছে বেশ। উৎসবে-অনুষ্ঠানে পলো টি-শাট এই গরমে তরুণ-তরুণীদের জন্য পার্টি, বিভিন্ন উৎসবে-অনুষ্ঠানে পোশাকের জন্য কাটছাঁট একটু বদলে ফেললেই চলে। আরামদায়ক পলো টি-শার্ট কিন্তু ফতুয়া, সিøভলেস, সালোয়ার-কামিজ, টপস, ফ্রক এর বিকল্প হতে। ছেলেমেয়ে উভয়েই মাঝে মাঝে গ্যাবাডিন, থ্রি- কোয়ার্টার প্যান্ট, জিন্সের সঙ্গে পলো টি-শার্ট পরলে আরাম পায়। বিভিন্ন অনুষ্ঠানে, বন্ধুদের আড্ডায়, বৈশাখে-পাবণে, ভ্রমণে কিংবা অফিসেও পলো টি-শার্ট মানিয়ে যায় ব্যক্তিত্বের সঙ্গে। ফ্যাশন হাউস ঘুরে আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন স্থানের ফ্যাশন হাউস ঘুরে পলো টি-শার্ট সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। ‘এই সময়ে অনেক তরুণ-তরুণী পলো টি-শার্ট পছন্দ করে, আর আরামপ্রিয় ও ফ্যাশন সচেতন তরুণ-তরুণীরা গরমে পলো টি-শাট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পলো টি-শার্টের রং, ছাপা, আরামদায়ক, স্বাস্থ্যসম্মত কিনা এসব বিষয় মাথায় রেখেই এই গরমে সেইভাবে দোকান সাজানো হয়। এসব উন্নত মানের পলো টি-শার্টের ছাপা ও রং এমনভাবে করা যাতে গরমের অনুভবটা একটু কমই মনে হবে’, বললেন আজিজ সুপার মার্কেটের একজন ফ্যাশন হাউস কর্ণধার। ওয়ারীতে অবস্থিত ফ্যাশন হাউসের মালিক কথা প্রসঙ্গে বলেন, ‘গরমে হালকা রঙের আরামদায়ক পোশাকই সবার পছন্দ। টিনএজার ছেলেরা পলো টি-শার্টের সঙ্গে পাতলা ডেনিম বাকালার টুইল এবং মেয়েরা ঢিলেঢালা হারেম প্যান্টের সঙ্গে ম্যাচিং পলো টি-শার্ট যেমন মানিয়ে যাবে তেমন গরমে প্রশান্তিও এনে দেবে। এই গ্রীষ্মে পলো টি-শার্ট পরে অনায়াসে চলাফেরা করা যায়, যাওয়া যায় ক্যাম্পাসে কিংবা ভ্রমণে। তবে পলো টি-শার্ট পরার ক্ষেত্রে এর রং, নক্সা ও আরামের দিকে একটু খেয়াল রাখা উচিত।’ ধানমি তে পলো টি-শার্ট কেনাকাটায় ব্যস্ত একজন তরুণী কথা প্রসঙ্গে বললেন। ফ্যাশন হাউসগুলোর অবস্থান বেশিরভাগ ফ্যাশন হাউসগুলো আজিজ সুপার মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, ওয়ারি, বসুন্ধরা সিটি, উত্তরা, ধানমি তে অবস্থিত। এছাড়াও ঢাকা কলেজের সামনে, নিউমার্কেট এলাকায়, বায়তুল মোকাররম মার্কেটের সামনে, গুলিস্থান মোড়ে, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে অস্থায়ী অনেক দোকানেও নানা রঙ ও নক্সার পলো টি-শার্ট কেনা যাবে। পলো টি-শার্টের দরদাম এবারের গরমে আজিজ সুপার মার্কেটের বিভিন্ন পোশাকের দোকানে বিভিন্ন অফার ও ছাড় চলছে। শাহবাগের আজিজ সুপার মর্কেটের ফ্যাশন হাউস ফানুস, লণ্ঠন, অতঃপর, বেল, মেঘ, নিত্য উপহার, পৌষ, যোগী, নোঙর, সমীকরণ, বালুচর, ইজিসহ বিভিন্ন ফ্যাশন হাউসেও এ সময়ের জন্য নানা রং ও নক্সার পলো টি-শার্ট আনা হয়েছে। এসব পলো টি-শার্ট কেনা যাবে ৪৫০ থেকে ৬৫০ টাকায়। এছাড়াও ফ্যাশন হাউস লা-রিভ, ক্যাটস আই, মেনজক্লাব, প্লাস পয়েন্ট, ওয়েস্টিন, টেক্সমার্ট, জেন্টেল পার্ক, ইস্টওয়ে, ইনফিনিটি, মোস্তফা মার্ট, স্মাটেক্সসহ বিভিন্ন ফ্যাশন হাউসে এ সময় নানা রং ও নক্সার পলো টি-শার্ট এসেছে। এসব হাউসের পলো টি-শাটগুলো কেনা যাবে ৭০০ থেকে ১৫০০ টাকায়। ফ্যাশন ডেস্ক মডেল : আজিমউদ্দৌলা পোশাক : ডিমান্ড
×