ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসমত আরা জুলী

গণিতবিদ ক্যারেন ক্যাসকুলা উলেনব্যাক

প্রকাশিত: ১২:৪৪, ২৬ এপ্রিল ২০১৯

গণিতবিদ ক্যারেন ক্যাসকুলা উলেনব্যাক

মেয়েরা অঙ্কে কাঁচা যুগ যুগ ধরে প্রচলিত এই ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে অঙ্কশাস্ত্রের নোবেল হিসেবে খ্যাত আবেল প্রাইজ জিতে নিলেন অঙ্কশাস্ত্রবিদ ক্যারেন ক্যাসকুলা উলেনব্যাক। এ পুরস্কারটি খ্যাতিমান অঙ্কশাস্ত্রবিদ নিয়েলস হেনরিক আবেলের সম্মানে ২০০৩ সালে প্রবর্তিত হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণিতশ্রাস্ত্রের সবচেয়ে বড় পুরস্কারটি এবারই প্রথম কোন নারী জয় করলেন। কে এই অসাধারণ নারী? ১৯৪২ সালে আমেরিকার ও হিওতে জন্মগ্রহণকারী অঙ্কের এই অধ্যাপক তিন দশক ধরে ইউনিভার্সিটি অফ টেক্সাসে গবেষণা করছেন, জটিল জ্যামিতিক সূূত্রের বৈপ্লবিক পরিবর্তন সাধন করছেন কিংবা বলা যায় যে অঙ্কশাস্ত্র নিয়ে সব যুগান্তকারী কাজ করে চলেছেন। এই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর কাছে তিনি একজন প্রেরণাদানকারী শিক্ষক হিসেবে বহুলভাবে পরিচিত। তিনি তাদের শিক্ষাজীবন ও পেশাগত জীবনকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স এ্যান্ড লেটারসের প্রেসিডেন্ট হ্যান্স পেটার গ্রেভার ক্যারেন ক্যাসকুলা উলেনব্যাককে ২০১৯ সালের আবেল প্রাইজ বিজয়ী হিসেবে ঘোষণা করেন। নরওয়ের রাজা পনচম হ্যারল্ড ২১ মে অসলোতে এক অনুষ্ঠানে এই প্রদক প্রদান করবেন। ক্যারেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেছেন। গণিতশ্রাস্ত্রের অগুগতির ইতিহাস পর্যালোচনা করলে পিথাগোরাস, নিউটন, রামানুজান কিবা জন ন্যাশদের কথা চলে আসে। এক্ষেত্রে নারীর উপস্থিতি একেবারেই নগণ্য। ক্যারেন গত কয়েক দশক ধরে জ্যামিতি কোয়ান্টাম থিওরি এবং পদার্থবিজ্ঞানসহ বেশ কয়েকটি শাখায় কাজ করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য অর্জন হলো জ্যামিতিক আংশিক ডিফারেনসিয়াল সমীকরণ, গেজ তত্ত্ব ও সংহত পদ্ধতিগুলোর অগ্রগতি এবং বিশ্লেষণ, জ্যামিতি ও গাণিতিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন কাজে তার মৌলিক প্রভাব। ক্যারেন এক সাক্ষাতকারে নিউইয়র্ক টাইমসকে বলেন, তিনি তরুণ প্রজন্মের নারীদের জন্য একজন অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে ওঠার ব্যাপারে সচেতন ছিলেন। ছোটবেলায় তিনি প্রিয় ব্যক্তিত্ব হিসেবে বিখ্যাত শেফ ও টেলিভিশন ব্যক্তিত্ব জুলিয়া চাইল্ডকে পছন্দ করতেন। ক্যারিয়ারজুড়ে তিনি একজন নারী হিসেবেই কাজ করে গেছেন। তার কখনই মনে হয়নি যে তাকে পরুষদের মতো হতে হবে। নিজেকে তিনি সৌভাগ্যবান মনে করেন কারণ এমন এক সময়ে তার জন্ম হয়েছে যখন তিনি একজন নারী হিসেবেই নিজের কাজ করে গেছেন। তার কখনই মনে হয়নি যে তাকে পরুষদের মতো হতে হবে। নিজেকে তিনি সৌভাগ্যবান মনে করেন কারণ এমন এক সময়ে তার জন্ম হয়েছে যখন তিনি একজন নারী হয়েও গণিতের মতো বিষয় নিয়ে এতদূর আসতে পেরেছেন। আর কয়েক শতাব্দী আগে জন্ম নিলে এটি প্রায় অসম্ভব একটি ব্যাপার ছিল। অন্য এক সাক্ষাতকারে পুরস্কার পাবার অনুভূতি নিয়ে তিনি বলেন, পুরস্কারের খবর শুনে তিনি ভীষণ রোমঞ্চিত ও উচ্ছ্বসিত হয়েছেন এবং এটি তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। গত দশ বছর ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে তেমন একটা ভ্রমণে বের হন না। শুধু কাছাকাছি জায়গাগুলোতে তিনি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে থাকেন। যেহেতু অঙ্কশাস্ত্র নিয়ে যারা এখন কাজ করছেন তাদের সঙ্গে যোগাযোগ নেই তাই তার ধারণা ছিল তার এখনকার কাজের খবর তেমন কেউ জানে না। একজন পথিকৃৎ গণিতশাস্ত্রবিদ হিসেবে ক্যারেনের এই সাফল্য শুধু গণিতশাস্ত্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে কাজ করবে না বরং এটি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের মতো পুরুষপ্রধান সকল ক্ষেত্রে তরুণ প্রজন্মের নারীদের সম্ভাবনার সব দুয়ার খুলে দেয়ার প্রত্যাশাও পূরণ করবে।
×