ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় পুলিশের গুলিতে ‘মাদক বিক্রেতা’ নিহত

প্রকাশিত: ২৩:৫১, ২৬ এপ্রিল ২০১৯

কুষ্টিয়ায় পুলিশের গুলিতে ‘মাদক বিক্রেতা’ নিহত

অনলাইন রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় গোলাগুলির ওই ঘটনায় নিহত রফিক উদ্দিনকে (৩৫) মাদক বিক্রেতা বলে দাবি করছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, সদরের বাড়াদী গ্রামের দাউদ আলীর ছেলে রফিক একজন চিহ্নিত ‘মাদক বিক্রেতা’। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। ঘটনার বর্ণনায় ওসি বলেন, দুইদল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। “এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।” এ ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন বলে ওসির ভাষ্য। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
×