ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও মোজাম্বিকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়

প্রকাশিত: ০১:৫৪, ২৬ এপ্রিল ২০১৯

আবারও মোজাম্বিকে  আঘাত হেনেছে ঘূর্ণিঝড়

অনলাইন ডেস্ক ॥ মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাইয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে আবারও ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় কেনেথের আঘাতে দেশটির উত্তরাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের আঘাতে কমোরোস দ্বীপে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মোজাম্বিকের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (আইএনজিসি) জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। গত মাসে ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে দেশটিতে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছে। মোজাম্বিক, মালাওয়ি এবং জিম্বাবুয়েতে ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৩০ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যেই নতুন করে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
×