ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

প্রকাশিত: ০১:৫৯, ২৬ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারত থেকে আসা গরু উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ গরু গুলো উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে প্রধান খুঁটি ৮৯/৬-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি মাঠে ঠাকুরপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার হেলাল উদ্দিনসহ একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে ২টি অবৈধ ভারতীয় গরু এবং একই বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিমসহ একদল বিজিবি সদস্য একই সীমান্তবর্তী এলাকা চাকুলিয়া সীমান্তের প্রধান খুঁটি ৮৮ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ৬টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করে। ৮টি গরুর মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার করা গরু চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
×